কালামানিক
- ২৪ মে ২০২৪, ০০:০৫
সাড়ে চার বছরের কালামানিক। ওজনে প্রায় পঁয়ত্রিশ মণ। বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার ইয়াসিন আরাফাত ও জিহাদ আলমের খামারে বেড়ে ওঠা। বিশ থেকে একুশ দিন পর কোরবানির ঈদ। ঈদকে ঘিরে ব্যস্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার খামারিরা। খামারির খামারে কী চমক আছে এটা জানার আগ্রহে থাকেন মানুষ। এবার চমক দেখাতে ‘কালামানিক’কে নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন ইয়াসিন আরাফাত ও জিহাদ আলম নামের দুই ভাই। কালামানিকের দাম হাঁকা (চাওয়া) হয়েছে ১২ লাখ টাকা। ইয়াসিন আরাফাত ও তার ভাই জিহাদ আলম জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের কাউয়ার পোল এলাকায় তাদের বসবাস। বাবার নাম মোর্শেদ আলম মোল্লা। পেশায় জিহাদ চাকরিজীবী ও আরাফাত ব্যবসায়ী। দুই ভাই পাশাপাশি গরুর খামার করেন। চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা