১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৃষি উপকরণ বিতরণ

-

মাঠপর্যায়ের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকারভোগী সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করেছে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। গত বুধবার খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে এসব বিতরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার। এ সময় তার সাথে ছিলেন সংস্থানের নির্বাহী পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান।
তারা তেরখাদা উপজেলায় উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন পিপিইপিপিইইউ প্রকল্পের মাঠপর্যায়ের চিত্র পরিদর্শন করেন। এর মধ্যে গ্রাম কমিটি (পিভিসি), আয়বর্ধনমূলক কর্মকাণ্ড (গাভী পালন), মা ও শিশু ফোরাম, হোগলা পাতার পাটি বুনন, কিশোরী ক্লাব, স্যাটেলাইট ক্লিনিক ও পুষ্টি মেলা পরিদর্শন করেন এবং প্রকল্পের বিভিন্ন উপকারভোগী সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন। পরে কর্মকর্তাদের সাথে আজগড়া প্রকল্প ইউনিট (পিপিইপিপি-ইইউ) অফিসে মতবিনিময় সভায় ড. নমিতা হালদার উন্নয়ন সংস্থার চলমান কার্যক্রমের সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কার্যক্রমকে আরো গতিশীল, বেগবান ও প্রসারিত এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করার জন্য উপস্থিত কর্মকর্তাদের পরামর্শ দেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement