১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

উপজেলায় বিজয়ী হলেন যারা

-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিতদের আংশিক তালিকা নিচে দেয়া হলো। গত সোমবার দেশের ১৬৫ উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নোয়াখালীতে ৩ উপজেলায় আ’লীগ নেতারা বিজয়ী
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর তিনটি উপজেলায় বেসরকারি ফলাফলে জয়ী ব্যক্তিদের তিনজনই আওয়ামী লীগের নেতা। সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল আলম দিপু আনারস প্রতীকে ৩২,১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চাটখিল উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির দোয়াত কলম প্রতীকে ৬৫,৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোনাইমুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল আনারস প্রতীকে ৭৭,১৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উল্লেখ্য, কেন্দ্র থেকে সব এজেন্টকে বের করে দেয়া, ব্যালটে প্রকাশ্যে সিলমারা, ভুয়া এজেন্ট সাজিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী জেড এম আজাদ খান।

ভোলা সদরে বিপুল ভোটের ব্যবধান
ভোলা প্রতিনিধি জানান, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আলহাজ মোহাম্মদ ইউনুছ মিয়া। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭,০২৭ ভোট। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭,১৭৭ ভোট। তিনি ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের শাহ আলী নেওয়াজ পলাশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের ছালেহা আক্তার চৌধুরী বিজয়ী হয়েছেন।
দৌলতখানে মনজুরুল আলম বোরহানউদ্দিনে জাফর উল্লাহ চেয়ারম্যান : ভোলার দৌলতখান উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল আলম খান আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ১৪,১৭২ ভোট। এ দিকে, প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চমক দেখান স্থানীয় আওয়ামী লীগের নেতা মো: জাফর উল্লাহ। বোরহানউদ্দিন উপজেলায় বেসরকারিভাবে আনারস প্রতীকে তিনি ২৯,৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো: আলী হিরা তালা প্রতীকে নির্বাচিত হন।

বরগুনা সদরে মনির ও বেতাগীতে খলিল চেয়ারম্যান নির্বাচিত
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। তার প্রাপ্তভোট ৩৮,৮১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনামুল হক শাহীন। তার প্রাপ্ত ভোট ৩৬,৭৭৯। বেতাগী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান খান। তার প্রাপ্ত ভোট ১২,৩০৭। তার নিকটতম প্রার্থী খ. ফাহরিয়া সংগ্রাম আমিনুল। তার প্রাপ্ত ভোট ১০,০১৩।

পাঁচবিবি প্রথমবারের মতো পেলো নারী চেয়ারম্যান
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধে পাঁচজন পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটে নির্দলীয় প্রার্থী হিসেবে সাবেকুন নাহার শিখা নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট জেলায় তিনিই প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন। সাবেকুন নাহার শিখা যা ভোট পেয়েছেন পাঁচ পুরুষ প্রার্থী মিলে তার চেয়ে কম ভোট পেয়েছেন। সাবেকুন নাহার শিখা পেয়েছেন ৩৮,৩০৯ ভোট। পাঁচ পুরুষ প্রার্থী সবাই মিলে ভোট পেয়েছেন ৩৮,২৯৯ ভোট।

নীলফামারীর ৩টি উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে আনছার আলী মিন্টু ঘোড়া প্রতীক নিয়ে ৩৯,০৬৪ ভোট পেয়ে, সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে রিয়াদ আরফান সরকার দোয়াত কলম প্রতীক নিয়ে ৩২,৫৪৯ ভোট পেয়ে এবং কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে রশিদুল ইসলাম ঘোড়া প্রতীক নিয়ে ২৮,৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

চিতলমারীতে বহিষ্কৃৃত যুবলীগ নেতা চেয়ারম্যান নির্বাচিত
বাগেরহাট ও চিতলমারী সংবাদদাতা জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলায় চেয়ারম্যান পদে বহিষ্কৃৃত যুবলীগ নেতা আবু জাফর মো: আলমগীর হোসেনের কাছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়ালের ভরাডুবি হয়েছে। নির্বাচনে আবু জাফর মো: আলমগীর হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ১১১ ভোট। তিনি ৮ হাজার ২৫৪ ভোট বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা মল্লিক জয়লাভ করেন।

গলাচিপায় প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, প্রথমবারের মতো গলাচিপা উপজেলায় নারী চেয়ারম্যান প্রার্থী ওয়ানা মার্জিয়া নিতু নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে ৪৫ হাজার ৪৪৬ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক নিয়ে ফরিদ আহসান কচিন। মহিলা ভাইস চেয়ারম্যান ফুটবল প্রতীকের প্রার্থী তহমিনা আক্তার।

চৌগাছায় ২ ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। তিনি এর আগে ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনেও নির্বাচিত হন। তিনি আনারস প্রতীকে ৩৩ হাজার ৫৬৫ ভোট পান। এ দিকে প্রথমবারের মতো উপজেলা যুব মহিলা লীগের সাধারণ স¤পাদক নাছিমা খানম (হাঁস) প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শামিম রেজা নির্বাচিত হন।

দুপচাঁচিয়ার চেয়ারম্যান বিপ্লব
দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় চেয়ারম্যান পদে দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব (মোটরসাইকেল) ৩৭,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহমিদা আক্তার (হাঁস) নির্বাচিত হয়েছেন।

কাহালুতে সুরুজ চেয়ারম্যান নির্বাচিত
কাহালু (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার কাহালুতে ৩৮,৩৩০ ভোট পেয়ে আওয়ামী লীগের সহ-সভাপতি আল্ হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (আনারস) দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুদ সুমন (টিউবওয়েল) ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আছমা বেগম (প্রজাপতি) সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

কটিয়াদীতে বাবার আসন পুনরুদ্ধার করলেন ছেলে
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় প্রায় ৩০ বছর পর বাবার আসন পুনরুদ্ধার করলেন মরহুম আসাদুজ্জামানের ছেলে মঈনুজ্জামান অপু। এর আগে ১৯৮৫ সালে তার বাবা কটিয়াদী উপজেলায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে মঈনুজ্জামান অপু ঘোড়া প্রতীকে ৪৪,৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক নাঈম মিয়া (বদরুল আলম) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাথী বেগম কলস প্রতীকে নির্বাচিত হয়েছেন।

পীরগঞ্জ ও মিঠাপুকুরে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সবাই আ’লীগের
রংপুর অফিস জানায়, রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সবাই আওয়ামী লীগের। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যে, বেসরকারিভাবে পীরগঞ্জে নুর মোহাম্মদ মণ্ডল আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫,৬৪০ ভোট। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মণ্ডল মিলন। মহিলা আওয়ামী লীগের সদস্য সেলিনা আখতার শিখা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মিঠাপুকুরে ৭০,৮৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো: কামরুজ্জামান কামরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মণ্ডল মওলা। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নিরঞ্জন মহন্ত। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার জেসমিন। তিনিও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

ময়মনসিংহের তিন উপজেলায় সাঈদ, হাই ও সোমনাথ চেয়ারম্যান নির্বাচিত
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ জেলার তিন উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ব্যক্তিগত সহকারী ও সাবেক সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু সাঈদ। দোয়াতকলম প্রতীকে তিনি পেয়েছেন ৪৪,৫৩০ ভোট। এ উপজেলায় ওয়াহিদুজ্জামান মিলন ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাহমিনা সুলতানা কাজল। মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৭,২৯০ ভোট। জাহিদুল ইসলাম বিটুল ভাইস চেয়ারম্যান এবং নাজমুন্নাহার দিলু সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গৌরীপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। তিনি আনারস প্রতীকে ৫৪,৯২১ ভোট পেয়েছেন। এ ছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা পুনর্নির্বাচিত হয়েছেন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নীলুফা ইয়াসমিন।

জামালগঞ্জে বিজয়ী রেজাউল করিম শামীম
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিপুল ভোটের ব্যবধান রেজাউল করিম শামীম জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ২৮,৯০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি আনারস প্রতীকে পেয়েছেন ১৩,৮৪৫ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আকবর হোসেন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মারজানা ইসলাম শিবনা।

তাহিরপুরের চেয়ারম্যান আফতাব
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আফতাব উদ্দিন, পুরুষ ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে আফতাব উদ্দিন পান ৩৭,৪৩৬ ভোট। উপজেলার ৫৩টি ভোটকেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা ৮০,৪৯৬। এর মধ্যে বাতিল ভোট ২,৬৭৩। প্রদত্ত ভোটের শতকরা হার ৫০.৬৩%।

কাউখালীতে আবু সাইদ মিঞা চেয়ারম্যান নির্বাচিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালী উপজেলায় আবু সাইদ মিঞা মনু ঘোড়া প্রতীকে ১১,৭২৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হয়। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো: মৃদুল আহম্মেদ সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

শার্শার চেয়ারম্যান সোহরাব হোসেন
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, যশোরের শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকের সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৭,৫৭০ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তালা প্রতীকের আ: রহিম সর্দার ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতীকের শামিমা খাতুন সালমা বিজয়ী হয়েছেন। এবারই প্রথম এই উপজেলায় ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

লৌহজংয়ে শোয়েব ও টঙ্গীবাড়িতে আরিফ চেয়ারম্যান
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বি এম শোয়েব (দোয়াত-কলম) টঙ্গীবাড়ী উপজেলায় মো: আরিফুল ইসলাম হালদার (হেলিকপ্টার) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শোয়েব পেয়েছেন ৫৬,৪৬৭ ভোট। টঙ্গীবাড়িতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে মো: আরিফুল ইসলাম হালদার ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করে ৩৯,৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রাজবাড়ীর ভোট হয়েছে ৩ উপজেলায়
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর তিন উপজেলার গোয়ালন্দে মো: মোস্তফা মুন্সী, রাজবাড়ী সদরে বীর মুক্তিযোদ্বা এস এম নওয়াব আলী ও বালিয়াকান্দিতে এহসানূল হক নির্বাচিত হয়েছেন। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী ২৯,৭৪৫ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজবাড়ী সদরে জেলা আওয়ামী লীগ নেতা এস এম নওয়াব আলী ৪৩,১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। আর সহিংতার মাধমে শেষ হওয়া নির্বাচনে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এহসানূল হাকিম ৪২,৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হন।

দেবীগঞ্জে চেয়ারম্যান হলেন মদন মোহন রায়
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মদন মোহন রায়। হেলিকপ্টার প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৪,৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনাৎ জামান চৌধুরী। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরুল ইসলাম মনু তালা প্রতীক নিয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার নির্বাচিত হয়েছেন।

মুলাদীতে জহির উদ্দিন খসরু চেয়ারম্যান নির্বাচিত
মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের মুলাদী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন খসরু দোয়াত-কলম প্রতীকে ৩৩,০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু (আনারস) প্রতীকে পেয়েছেন ২৬,৯৯৩ ভোট। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মাকসুদা আক্তার শোভা বিজয়ী হয়েছেন।

সাভারে ভোট পড়েছে ৫.১৪ শতাংশ
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো: ইমতিয়াজ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনিকা আক্তার নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হয়েছে। চেয়ারম্যান পদে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাভারে ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৪ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ দশমিক ০৮ শতাংশ।

বোরহানউদ্দিনে জাফর উল্লাহ চেয়ারম্যান নির্বাচিত
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে জাফর উল্লাহ চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী হীরা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতারুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার মোট ভোটার সংখ্যা ২,১৫,৬৭৪ জন। মোট ভোট পড়ে ৩০ দশমিক ৮২ শতাংশ। চেয়ারম্যান পদে জাফর উল্লাহ চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ২৯,২৮৯ ভোট।


আরো সংবাদ



premium cement
মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

সকল