রাঙ্গুনিয়ায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা
- রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৩ মে ২০২৪, ০০:০০
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বুদ্ধপূর্ণিমা উপলক্ষে এক বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধপূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও দায়ক-দায়িকাদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি রাঙ্গুনিয়া পৌরসভার হরিণগেট সংলগ্ন কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের থানা সদর, রোয়াজারহাট, ঘাটচেক ও ইছাখালীসহ প্রায় চার কিলোমিটার সড়ক ও উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে আলোচনা সভা করে।
রাঙ্গুনিয়া সঙ্ঘরাজ ভিক্ষু সমিতি ও উদযাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাথেরোর সভাপতিত্বে সমাপনী বক্তব্য রাখেন উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি মনিলাল তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুব। উদ্বোধক ছিলেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তমানন্দ থের। সভার সঞ্চালনায় ছিলেন সুজিত তালুকদার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা