জীবননগর আলীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ৭ মাস ধরে ছুটিতে
- জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ০০:০৫
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা সিদ্দিকা গত সাত মাস ধরে ছুটিতে রয়েছেন। বার বার মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে তিনি টানা ছুটি ভোগ করছেন। পরিবারের অভিযোগ, শিক্ষিকা আয়েশা সিদ্দিকা স্বামী সন্তান রেখে বাড়ি ছেড়ে অন্যত্র বাসবাস করছেন। দীর্ঘ ছুটি ভোগ করার বিষয়ে তার অভিভাবকমহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আয়েশা সিদ্দিকার স্বামী উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা আফসার আলী বলেন, গত বছর ১৭ অক্টোবর আয়েশা হঠাৎ আমার বাড়ি থেকে চলে যায়। আমি তাকে বার বার চেষ্টা করি ফিরিয়ে আনতে পারিনি। একপর্যায়ে সে আমাকে তালাকনামা পাঠায়। আমাদের ঘরে দু’টি শিশু সন্তান রয়েছে।
আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন বলেন, আয়েশা সিদ্দিকা ছুটি বাড়াতে সর্বশেষ গত ১৫ মে আবার মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়েছেন। অনেকে বলছেন, তিনি দিব্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। অথচ বার বার মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে তিনি ছুটি বাড়িয়ে নিচ্ছেন।
এ বিষয়ে সহকারী শিক্ষিকা আয়েশা সিদ্দিকার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন।
জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন বলেন, সহকারী শিক্ষিকা আয়েশা সিদ্দিকা মেডিক্যাল সার্টিফিকেট জমা দিয়ে টানা সাত মাস ধরে ছুটি ভোগ করছেন। তবে তিনি বদলির আবেদন করলে তাকে বদলি করা হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা