নাহার ডেইরি ফার্মে কোরবানির জন্য ৫ শতাধিক গরু প্রস্তুত
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ০০:০৫
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের নলখো এলাকায় দেশের সবচেয়ে আধুনিক ও বড় নাহার ডেইরি ফার্মে পাঁচ শতাধিক গরু প্রস্তুত রয়েছে আসন্ন কোরবানি ঈদের জন্য। গরু কিনতে ইতোমধ্যে অনলাইনে বুকিং আসতে শুরু হয়েছে।
জানা গেছে, প্রতি বছর কোরবানির জন্য বিপুল সংখ্যক গরু মোটাতাজা করে আসছে প্রতিষ্ঠানটি। এই ফার্মে এক লাখ ৪০ হাজার টাকা থেকে শুরু করে সাত লাখ টাকা মূল্যের গরুও রয়েছে। এখানে আছে শাহীওয়াল ফ্রিজিয়ান, বেশাল ও রেড চিটাগং জাতের গরু। ২৮০ কেজি থেকে এক টন ওজনের গরুও প্রস্তুত করা হয়েছে এবারের কোরবানির জন্য। দিন দিন প্রতিষ্ঠানটি সুনাম ও গরুর চাহিদা বৃদ্ধি পাওয়ার বিষয়টি মাথায় রেখে এই ফার্ম গরু মোটাতাজাকরণের দিকে আরো সচেষ্ট হয়েছে। নিজস্ব ফার্মে জন্ম নেয়া হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুগুলোকে নিয়মমাফিক নেফিয়ার ঘাস ছাড়াও পুষ্টিকর কাঁচামাল দিয়ে তৈরি ক্যাটেল ফিড খাওয়ানো হয়। এই ফার্মের গরুগুলোকে কোনোভাবেই প্রাণঘাতী স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ানো হয় না।
নাহার ডেইরির জিএম মনোজ কুমার চৌহান বলেন, আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বিশেষ যতেœর সাথে কোরবানির জন্য গরু মোটাতাজা করে থাকি। সর্বোপরি মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টির প্রতি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
নাহার এগ্রো লিমিটেডের পরিচালক মোহাম্মদ তানজিব জাওয়াদ রহমান বলেন, কোরবানি উপলক্ষে আমাদের প্রস্তুতি চূড়ান্ত। খামারে সাড়ে পাঁচশ’র বেশি গরু মোটাতাজা করা হয়েছে। তিনি বলেন, বায়েজিদ লিংক রোডে অবস্থিত খামারে গরুগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। অনলাইনেও বুকিং দেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা