কাঁঠালিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ২২ মে ২০২৪, ০০:০৫
ঝালকাঠির কাঁঠালিয়ায় ব্যবসায়ী সেলিম রেজা হত্যা মামলার প্রধান আসামি কামাল হোসেনকে র্যাব আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গত সোমবার সন্ধ্যায় বরিশাল র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমুয়া বন্দরের তুষার চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত কামাল হোসেন হাওলাদার উপজেলার আমুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হক হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো: নাসির উদ্দিন সরকার।
জমিজমা নিয়ে বিরোধে গত বছর ২৪ আগস্ট রাতে খুন হন সেলিম রেজা। এ ঘটনায় প্রতিবেশী কামাল হোসেন, তার ভাই জামাল হোসেন এবং একই এলাকার হেমায়েত মল্লিকের ছেলে কাইয়ুম মল্লিক ও কামাল হোসেনের ছেলে শাওন হাওলাদারসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে মামলা করা হয়।
কাঁঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা