ত্যাগের মাধ্যমে পরকালের জন্য তৈরি হতে হবে
- বরিশাল ব্যুরো
- ২১ মে ২০২৪, ০০:০৫
ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ কোরবানির নজরানা পেশ করার মাধ্যমে পরকালের জন্য তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি গতকাল দলটির বরিশাল মহানগরী আয়োজিত বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী শিক্ষাশিবিরের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কুরআন আমাদের গাইডলাইন। আমাদের অতীত অত্যন্ত গৌরবোজ্জ্বল। আমাদের ভবিষ্যৎ জান্নাত, অন্ধকার গলিপথে সাঁতার কাটা জাতি আমরা নই।
কর্মী শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান।
বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাসান আতিক, মাওলানা জয়নুল আবেদিন, তারিকুল ইসলাম, অধ্যাপক মাহফুজ আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, জামায়াত নেতা অধ্যাপক আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট আবুল খায়ের, কাওসার হোসাইন, আব্দুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা