০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মীরসরাই অংশে দৃশ্যমান সোনাগাজী অংশে শুরুই হয়নি

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী
-


ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালী অংশে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরী স্থাপনের কাজ মীরসরাই অংশ দৃশ্যমান হলেও সোনাগাজী অংশে স্থাপনের কাজ গত আট বছরেও শুরু হয়নি। জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে উন্নয়ন এবং কর্মসংস্থানের স্বপ্ন দেখালেও তার বাস্তবায়ন না দেখে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
২০১৬ সালে শুরু হওয়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও সোনাগাজী অংশে এখনো সেই কাজ শুরুই করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেনীর সোনাগাজী, চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডের ২৬টি মৌজা নিয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীর ভূমির আয়তন ৩৩ হাজার আটশত পাঁচ একর বা ১৩৬.৮৬ বর্গকিলোমিটার এবং বঙ্গোপসাগরে সন্দ্বীপ চ্যানেল বরাবর ২৫ কিলোমিটার উপকূল রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে।

মীরসরাই অংশে অবকাঠামোগত উন্নয়নের কারণে একাধিক শিল্প গ্রুপ তাদের জন্য বরাদ্ধকৃত জায়গায় শিল্প কারখানা স্থাপন করে উৎপাদন কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে। কিন্তু সোনাগাজী অংশে ভূমি অধিগ্রহণসহ অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বরাদ্ধকৃত জায়গায় বড় বড় শিল্প গ্রুপগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। এ অবস্থায় সোনাগাজী অংশের হাজার হাজার একর জমিতে হাজার হাজার পুকুর খনন করে দখল-বেদখলের খেলা চলছে। নামে-বেনামে বছরের পর বছর ভূমিদস্যুরা মৎস্য চাষ করে যাচ্ছে। আবাদি ভূমিগুলো খনন যন্ত্র দিয়ে পুকুর আর নালায় পরিণত করছেন তারা। রাতে এসব এলাকা সন্ত্রাসী আর দাগী আসামিদের অভয়ারণ্যে পরিণত হয়। অর্ধশত ভূমিদস্যু সামাজিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের সম্পদের পাহাড় গড়ছেন। অন্য দিকে বেকারত্ব আর হতাশায় দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আব্দীন বাবলু বলেন, সোনাগাজীর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চল ঘোষণার পর অনেক উন্নয়ন ও কর্মসংস্থানের গল্প গত ১০ বছর ধরে শুনেই যাচ্ছি শুধু। বাস্তবে ওই এলাকায় মাছ চাষের নামে ভূমি দস্যুদের পুকুর খনন ছাড়া আর কিছুই দেখা যায় না। বেকার হচ্ছে হাজার হাজার মানুষ।

সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ সভাপতি জেড. এম কামরুল আনাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চল সোনাগাজী অংশে পরিকল্পনা অনুযায়ী অবকাঠামোগত বিনিয়োগ না হওয়ায় উন্নয়ন সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে না। আমরা চাই প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন দৃশ্যমান হয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হোক।
সোনাগাজী উপজেলা উন্নয়ন আন্দোলনের নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, আমরা বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চলে পুকুর আর নালা দেখতে চাই না। আমরা দেখতে চাই শিল্প কলকারখানা।
ফেনী-৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধে উঠে ফেনীর কাজ আদায় করে নেয়ার মতো নেতা না থাকায় সোনাগাজীর অংশে কাজের কোনো অগ্রগতি হচ্ছে না।
ফেনী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement