দোয়ারাবাজারে বিএনপির লিফলেট বিতরণ
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২০ মে ২০২৪, ০০:০০
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেয়ার দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল রোববার বেলা ১টায় দোয়ারাবাজার উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
তার সাথে ছিলেন- জেলা বিএনপির সহসভাপতি ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হক নমু, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খসরু, কৃষিবিষয়ক সম্পাদক এখলাসুর রহমান তালুকদার, ত্রাণবিষয়ক সম্পাদক হারুন অর-রশিদ, জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা