১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লংগদুতে গোখাদ্য সংগ্রহে ব্যস্ত কৃষকরা

-

জেলার বিভিন্ন উপজেলায় ধানকাটা এখন শেষের পথে। মাড়াইকৃত ধান শুকানোর পাশাপাশি কৃষকরা ব্যস্ত সময় পার করছেন গোখাদ্য সংগ্রহে। মাড়াইকৃত কাঁচা ধান গাছের অংশ বিশেষ (খড়) শুকিয়ে বাড়ির আঙিনায় খড়ের গাদা, ভোলা বা খড়ের ছানা দিয়ে জমা করে রাখছেন তারা। পাহাড় ও নদীমাতৃক জনপদ রাঙ্গামাটির লংগদু উপজেলার বেশির ভাগ অঞ্চলের চারপাশে নদী। অনেক এলাকা বর্ষায় পানিতে ডুবে যাওয়ায় গোখাদ্যের বিকল্প সংস্থান হিসেবে শুকনো খড় বাড়িতে পালা করে রাখেন এ উপজেলার কৃষকরা।
গত বৃহস্পতিবার লংগদুতে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের খড় পালা করার কর্মযজ্ঞ। চৈত্র বৈশাখ মাসের প্রচণ্ড তাপদাহের সময় পার করে এখন তারা ধান কেটে ঘরে তুলছেন। সেই সাথে আঙিনায় রাখা ধানের খড় শুকিয়ে গোখাদ্যের জন্য পালা বা ছানা করে রাখছেন।

দিনভর খড়ের এ পিঠ-ও পিঠ শুকিয়ে কেউ কেউ জমিসংলগ্ন টিলা, আত্মীয়ের বাসা বাড়িতেও দিয়ে রাখছে ছোট বড় খড়ের ছানা। যা সময়মতো বাড়িতে নিয়ে আসা হবে। অনেককেই দেখা যায়, বাড়ির আঙিনায় উৎসবের আমেজে বড় বড় খড়ের পালা, গাদা কিংবা ছানা দিয়ে রাখতে।
লংগদুরের এক কৃষক জানান, জমিতে ধান কাটার পর পরই খড় শুকানো নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। খড় শুকানোর মধ্য দিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মৌসুমের ইতি টানা হয়। ধান কাটার পর পর উৎসবের ন্যায় আনন্দ উল্লাস করে খড়ের গাদা তোলা হয়। শুকানো খড় গাদা করে রাখতে পারলে বর্ষায় গোখাদ্য নিয়ে চিন্তা করতে হয় না।

রাঙ্গামাটির লংগদু উপজেলার ইয়ারিংছড়ি এলাকার কৃষক ইব্রাহিম মিয়া জানান, প্রকৃতি সহায় হওয়ায় কৃষকরা এবার ঘরে ধান তুলতে পারছেন। ধান ঘরে তুললেই বৈশাখ মৌসুমের শেষ হয় না। জমিতে রাখা কাঁচা খড় শুকানোর কাজ শুরু হয় তখন। কেননা এই খরই বর্ষায় গবাদিপশুর প্রধান খাবার। তাই খড় শুকিয়ে বাড়িতে তুলতে পারলেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ইতি টানা যায়।


আরো সংবাদ



premium cement
সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল

সকল