১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অকেজো মালামাল নিলামে বিক্রি নিয়ে চাঞ্চল্য

-

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন অকেজো ও ভাঙ্গাড়ি মালামাল নিলামে বিক্রি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু পুরাতন অকেজো মালামাল বিক্রির জন্য পাঁচ সদস্য বিশিষ্ট নিলাম বিক্রয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ৮ এপ্রিল বাংলা ও ইংরেজি দু’টি জাতীয় প্রত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। শিডিউল বিক্রির শেষ তারিখ গত ২২ এপ্রিল পর্যন্ত মোট চারটি প্রতিষ্ঠান শিডিউল ক্রয় ও শিডিউল ড্রপ করে। গত ৩০ এপ্রিল শিডিউল যাচাই-বাছাইয়ের পর আব্দুর রাজ্জাক এবং মেসার্স জয় এন্টারপ্রাইজ নামের দু’টি প্রতিষ্ঠানের শিডিউল বৈধ হওয়ায় তাদের মধ্যে আব্দুর রাজ্জাক নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে গত ১৫ মে নিলামে বিক্রীত মালামাল কমিটির সদস্য সচিব ডা: মাসুদ পারভেজের উপস্থিতিতে হাসপাতালের স্টোর কিপার হস্তান্তর করেন। কিন্তু একই দিনে ডা: মাসুদ পারভেজ বদলিজনিত বিদায় নিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান।

এ ব্যাপারে হাসপাতালের গুদাম রক্ষক ও ফার্মাসিষ্ট আতিয়ার রহমান বলেন, কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ পারভেজ মহোদয়ের উপস্থিতিতে নিলামে উল্লেখিত ও বিক্রীত মালামাল নিলাম গ্রহীতাকে বুঝে দিয়েছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিলাম কমিটিতে পঞ্চগড় জেলা প্রশাসকের প্রতিনিধি সদস্য মো: মাহবুবুল হাসান বলেন, নিলাম কমিটির সভাপতি ও সদস্য সচিবের উপস্থিতিতে কিছু অকেজো মালামাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে এবং নিলাম তালিকায় বিক্রীত মালামাল একটি কক্ষে রাখা হয়েছিল।
সদ্য বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ পারভেজ (বর্তমানে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত) মোবাইল ফোনে এ বিষয়ে বলেন, সর্বোচ্চ দরদাতাকে নির্বাচিত করা হয়েছে এবং শিডিউলের বাইরে কোনো মালামাল বিক্রি করা হয়নি।
এ বিষয়ে পঞ্চগড় জেলা সিভিল সার্জন, পঞ্চগড় ও তেঁতুলিয়া হাসপাতালের অকেজো মালামাল নিলাম কমিটির সভাপতি ডা: মোস্তফা জামান চৌধুরী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখানে সরকারের কোনো আর্থিক ক্ষতি হয়নি। নিলামের তালিকার বাইরে অতিরিক্ত কোনো মালামাল বিক্রি করার সুযোগ নেই।


আরো সংবাদ



premium cement