১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শোভা ছড়াচ্ছে জারুল

-

পিচঢালা পথ মাড়িয়ে যাওয়ার সময় পথচারীদের মাঝে প্রশান্তির আভা ছড়িয়ে দিচ্ছে জারুল ফুল। খরতাপের রেশ না কাটলেও প্রকৃতির মাঝে নানান ফুলের রূপ প্রশান্তির সুবাতাস বইয়ে দেয় বুকে। প্রাণহীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুক চিরে যেন রূপের পসরা সাজিয়ে বসেছে সবুজ প্রকৃতি। সড়ক বিভাজকের স্থানটিতে নানা প্রজাতির ফুলগাছের সাথে আলাদাভাবে নজর কাড়ছে জারুল ফুল।
মহাসড়কের ধুমঘাট থেকে চট্টগ্রাম নগরীর প্রবেশ পথ পর্যন্ত সড়ক বিভাজকের ওপর দেখা মেলে জারুল গাছের। গ্রীষ্মে এই গাছের শাখায় শাখায় ফুটে থাকে অসম্ভব সুন্দর বেগুনি রঙের মায়াভরা থোকা থোকা জারুল ফুল। ফুলগুলো যেন তপ্ত দুপুরেও গাছের মগডালে বসে আকাশের দিকে তাকিয়ে থাকে ভালো লাগার সখ্যতা নিয়ে। মহাসড়কে যানবাহন চলাচলের মধ্যেও ছয় পাঁপড়ির মাঝে হলুদ রঙের পরাগ বিশিষ্ট মায়াবী জারুল ফুল বাসযাত্রী ও পথচারীদের মধ্যে প্রশান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। এটি যেন প্রকৃতি এক অপার মহিমা।
জারুল গাছ প্রাকৃতিকভাবেই বেড়ে উঠে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে রূপান্তরের সময় সড়ক বিভাজনের মধ্যে ফলজ, বনজ, ওষুধি গাছের পাশাপাশি রোপণ করা হয়েছে নানা প্রজাতির ফুলগাছ। সৌন্দর্য বিলাতে অন্যান্য ফুল গাছের চেয়ে পিছিয়ে নেই জারুলও। জারুলের ইংরেজি নাম প্রাইড অব ইন্ডিয়া এবং বৈজ্ঞানিক নাম লেজার স্ট্রস্পেসিওজা।
ছয় পাঁপড়ির মাঝখানে পুংকেশরের সাথে মিশে আছে হলুদ পরাগকোষ। গ্রীষ্মে প্রস্ফূটিত হয়ে শরতেই বিদায় জানায় প্রকৃতিকে। সবুজ পাতার মাঝে বেগুনি রঙ। যেন সবুজ ক্যানভাসে বেগুনি আলপনা।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক জানান, জারুলকে বাংলার চেরি বলা হয়। গাঢ় সবুজ পাতার ওপরে বেগুনি রঙের পাঁপড়িতে ফোটা জারুল গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত থাকে। জারুলের ভেষজ গুণও রয়েছে। জ্বর, অনিদ্রা, কাশি ও অজীর্ণতায় জারুল খুবই উপকারী।


আরো সংবাদ



premium cement
এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি জনগণের হয়রানি রোধে জমির ডিজিটাল জরিপ করা হচ্ছে : মহাপরিচালক

সকল