কালীগঞ্জে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
- মোহাম্মদ আলী ঝিলন গাজীপুর
- ১৯ মে ২০২৪, ০০:০৫
গাজীপুরে কালীগঞ্জের আড়িখোলা রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গত শুক্রবার উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনে স্থানীয় সাধারণ যাত্রীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলাটি রাজধানী ঢাকার লাগোয়া হওয়া সত্ত্বেও এখানকার সাধারণ মানুষদের রাজধানীর সাথে যোগাযোগের ভালো কোনো ব্যবস্থা নেই। সড়ক পথে ঢাকায় যাওয়ার সরাসরি কোনো গণপরিবহন না থাকায় এই এলাকার মানুষ ও স্থানীয় চাকরিজীবীদের চরম ভোগান্তি নিয়ে যানজট অতিক্রম করে ঢাকায় যাতায়াত করতে হয়।
মানবন্ধনে আগতরা আরো বলেন, স্থানীয় চাকরিজীবী ও সাধারণ জনগণকে রাজধানীর সাথে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ট্রেনের ওপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে তিতাস কমিউটার ট্রেন ব্যতীত অন্য কোনো ট্রেনের যাত্রা বিরতি আড়িখোলা স্টেশনে নেই। কিন্তু প্রতিদিন সহ¯্রাধিক যাত্রী আড়িখোলা রেলস্টেশনে উঠানামা করে। এ ছাড়াও আরো সহ¯্রাধিক যাত্রী ট্রেনের সুবিধা না পেয়ে বিকল্পপথে ঢাকায় যাতায়াত করে। সেক্ষেত্রে আন্তঃনগর এগারো সিন্ধু এক্সপ্রেস ট্রেনটি আপ (৭৪৯) ও ডাউন (৭৩৮) এবং চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আপ (৮০১) ও ডাউন (৮০২) আড়িখোলা রেল স্টেশনে যাত্রাবিরতি করলে স্থানীয় চাকরিজীবী ও সাধারণ মানুষ উপকৃত হবে। সেইসাথে সরকারও আর্থিকভাবে লাভবান হবে বলে তারা দাবি করেন।
এ বিয়য়ে স্থানীয়ভাবে সকল শ্রেণিপেশার মানুষের গণস্বাক্ষর নিয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক বরাবর একটি আবেদন ইতোমধ্যে পাঠানো হয়েছে।