সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেনকে শোকজ
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৯ মে ২০২৪, ০০:০৫
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন বাবু ওমরকে শোকজ করেছেন নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত শুক্রবার নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাকিব আল রাব্বি স্বাক্ষরিত এক পত্রে তাকে এ শোকজ প্রদান করা হয়।
শোকজের চিঠিতে এক কার্য দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। অপর দিকে বাবুল হোসেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের হুমকি ও উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে তালতলা এলাকায় এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন চেয়ারম্যান প্রার্থী কালামের সমর্থকরা। এ সময় তার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
শোকজ নোটিশে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে গত ১৬ মে বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় বাবুল হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন, উচ্ছেদের হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেয়ায় এবং ভোটের দিন তার আনারস মার্কায় ভোট না দিলে কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেয়া হবে না বলে হুমকি দেন। যা নির্বাচনী বিধিমালা ২০১৬-এর বিধি ১৮ এর পরিপন্থী ও সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে রিটার্নিং কর্মকর্তা আরো উল্লেখ করেন, ইতোপূর্বে গত ২ মে প্রতীক বরাদ্দের সময় বিধিবহির্ভূতভাবে শোডাউন করায় তাকে একবার কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। এক কার্য দিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় বিধিমালার বিধি ১৮ এর (ক), (খ), (গ) ও (ঘ) ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন বাবু ওমর বলেন, শোকজ চিঠি পেয়েছি। নির্বাচন কমিশনে গিয়ে তার জবাব দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা