পূর্বধলায় রাজধলা বিল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
- নেত্রকোনা প্রতিনিধি
- ১৯ মে ২০২৪, ০০:০৫
নেত্রকোনার পূর্বধলায় রাজধলা বিল থেকে আকিব হাসান মাহিন (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আকিব পূর্বধলা উপজেলার রাজপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে এবং পূর্বধলা সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
সংশ্øিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আকিব দুই বন্ধুর সাথে ঘুরতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সকালে স্থানীয় লোকজন ডাবার পথে রাজধলা বিলে একটি গেঞ্জি ও একটি মোবাইল সেট পড়ে থাকতে দেখে থানাকে জানায়। পরে ময়মনসিংহ দমকল বাহিনী বৃহস্পতিবার দুপুরে আকিবের লাশ উদ্ধার করে।
শুক্রবার বিকেলে পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা