১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন

আইনি জটিলতায় উচ্চ আদালতের ৭ দিনের স্থিতাবস্থা জারি

-

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদে নির্বাচন আইনি জটিলতায় উচ্চ আদালতের আপিল বিভাগ আগামী সাত দিনের জন্য স্থিতাবস্থা জারি করেছেন। একইসাথে এ সময়ের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্র্থী তাজুল ইসলাম তাজের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আট বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৮ এপ্রিল আপিল শুনানিতে মামলাসংক্রান্ত জটিলতায় অপর চেয়ারম্যান প্রার্থী মোস্তাফাপুর ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের মনোনয়ন বাতিল হলে একক প্রার্থী হিসেবে কামাল হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর তাজুল তার মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন।

হাইকোর্ট তাজের রিট আবেদন গ্রহণ করে ৯ মে বিচারপতি ইকবাল কবির ও আখতারুজ্জামানের যৌথ বেঞ্চ তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একইসাথে দ্রুত তার প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুলসহ আদেশ দেন।
ওই আদেশ পেয়ে তাজুল ইসলাম তাজ (আনারস প্রতীক) ও তার উচ্ছ্বসিত সর্মথকসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল ও গাড়িযোগে আনন্দ র্যালি করে নির্বাচনী মাঠে তাদের অবস্থান জানান দেন।
এদিকে তাজুল ইসলামের ওই র্যালির পাল্টা র্যালি দিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান কামাল হোসের সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। এরপর থেকে ঝিমিয়েপড়া নির্বাচনী প্রচার-প্রচারণার ডামাঢোল অনেকটা সরব হয়ে ওঠে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনের পক্ষে ঐক্যবদ্ধ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।
গত ১১ মে শেরপুর ও কাগাবলা এলাকায় চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল হোসেনের সমর্থনে (মোটরসাইকেল প্রতীক) পথসভা ও জনসভায় নানা স্লোগানে মুখরিত করে র্যালি নিয়ে গন্তব্যে পেঁৗঁছান নেতাকর্মীরা।
চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে আইনি আনুষ্ঠানিকতা এখনো শেষ হয়নি। যে কারণে ১৬ মে উচ্চ আদালতের আপিল বিভাগের বিচারক নির্বাচনে স্থিতাবস্থা নিষ্পত্তি আগামী সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ জারি করেন। আগামী ২১ মে নির্বাচনের তারিখ ছিল।


আরো সংবাদ



premium cement