০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

গায়ে হলুদের সাজে নির্বাচনী প্রচারণা

-

প্রথম দেখায় সবাই মনে করবেন এটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের গায়ে হলুদ যাত্রা। পরে সে্লাগান শুনে ভুল ভাঙে সবার। এটি গায়ে হলুদের অনুষ্ঠান নয়। আগামী ২১ মে ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও প্রচারণা এটি।
ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা সিদ্দীকা লোপা (কলস মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণায় প্রার্থী এবং তার অর্ধশতাধিক নারী সমর্থকরা সুসজ্জিত হয়ে হলুদ শাড়ি পরে কলস নিয়ে গ্রামকে গ্রাম চাষে বেড়াচ্ছেন আর ভোট প্রার্থনা করছেন। এই প্রচার বহরে থাকা নারী, কিশোরী ও শিশুরা ছন্দে ছন্দে প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। এটা দেখে উৎসুক জনতার ভিড় জমে যাচ্ছে।
এ বিষয়ে কলস প্রতীকের প্রার্থী সালমা সিদ্দিকী লোপা বলেন, গ্রামের সাধারণ মানুষ আমি। আর মাটির কলস আমাদের গ্রাম বাংলার আদি ঐতিহ্য। আমার প্রতীকও হয়েছে কলস। আত্মীয়স্বজন ও এলাকার সমর্থক নারীরা হলুদ শাড়ি পরে এবং কলস কাঁখে নিয়ে অনেকটা উৎসবের আমেজে প্রচারণা করেছি। গতকাল শুক্রবার বিকেলে ঘিওর সদরের ঘিওর বাজার এলাকায় প্রচারণায় কথা হয় তার সাথে।


আরো সংবাদ



premium cement