১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাপ্তাই উপজেলা নির্বাচনে আট প্রার্থীর হাড্ডি হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

-

অপরূপ সৌন্দর্যে ভরপুর পর্যটন এলাকা খ্যাত কাপ্তাই উপজেলা নির্বাচন সরগরম হয়ে উঠেছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মীসমর্থকরা উপজেলার পাঁচ ইউনিয়নের গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লা ও হাটবাজারে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ এবং উঠোন বৈঠক চালিয়ে যাচ্ছেন। কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ভোটের মাঠ সরগরম করে রেখেছেন তিন চেয়ারম্যান হেভিওয়েট প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।

প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (আনারস), উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন (দোয়াত কলম) ও উপজেলা কৃষকলীগের সভাপতি সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা জটিল (ঘোড়া) প্রতীক। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনজনই আশাবাদী।
চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, আমি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসাসহ রাস্তাঘাট ও গ্রামীণ জনপদে ব্যাপক উন্নয়ন করেছি। এ ছাড়াও মহামারী করোনা, পাহাড় ধস ও যেকোনো দুর্যোগে আমি আমার সাধ্যমতো ব্যক্তিগতভাবে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমি ছোটকাল থেকে ধারাবাহিকভাবে আওয়ামী রাজনীতি করে আসছি। তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমি শতভাগ আশাবাদী।
চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন ও সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা দুইজন নির্বাচিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান দায়িত্বে থাকা সময়ে পুরো উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছেন বলে তারা দাবি করেন। জনগণ তাদের পাশে আছে এবং জনরায়ের মাধ্যমে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে তারা আশাবাদী।

ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা (টিয়া পাখি), আব্দুল হাই খোকন (টিউবওয়েল), মো: কামাল উদ্দিন (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা আহমেদ (ফুটবল), বিউটি হোসেন (কলস) দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
এ দিকে কাপ্তাইয়ে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ মে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিময় সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থীরা এক কাতারে এসে সুশৃঙ্খলভাবে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলায় চব্বিশটি কেন্দ্রে সর্বমোট ৪৯ হাজার ৫২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল