ভালুকায় আইসক্রিম কারখানার পাচকের রহস্যজনক মৃত্যু
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ০০:০০
ময়মনসিংহের ভালুকায় রান্নার কাজ করার সময় লিটন মিয়া (৪৬) নামে আইসক্রিম কারখানার এক পাচকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় অবস্থিত লাভেলো আইসক্রিম কারখানায় ঘটনাটি ঘটে। অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তিনি মারা যেতে পারেন বলে স্থানীয়দের ধারণা। লিটন মিয়া হালুয়াঘাট উপজেলার ঘাবড়াখালী গ্রামের শাহ মোহাম্মদের ছেলে। তিনি দীর্র্ঘদিন ধরে ওই আইসক্রিম কারখানায় পাচকের কাজ করে আসছেন।
লাভেলো আইসক্রিম কারখানার সহকারী ম্যানেজার সাইদুর রহমান জানান, নিহত লিটন পাঁচ বছর ধরে এ কারখানায় পাচকের কাজ করছেন। দুপুরে রান্নার কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে মেঝেতে পড়ে গেলে তাকে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান। অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে তিনি মারা যেতে পারেন।
ভালুকা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানান, বৃহস্পতিবার দুপুরে মৃত অবস্থায় কারখানার ওই শ্রমিককে আনা হয়েছিল। ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, বাদি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি নিহত ব্যক্তির মেয়ে সাথি আক্তারসহ তার পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা