১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাইবান্ধার চুরিপট্টিতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

-

গাইবান্ধা শহরের কাচারি বাজার চুরিপট্টিতে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে একটি দোকানের ভিতর থেকে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, একটি দোকানের ভেতরে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে এসে আগুন নিভাতে থাকে। এতেও আগুন নিয়ন্ত্রণে না এলে ফায়ার সার্ভিসের আরো চারটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় চুরিপট্টির ১৫টি দোকান। কসমেটিকস, কাপড় ও শিশুদের খাবারে দোকান ছিল সেগুলো।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বলেন, আগুন নিভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে পুড়ে যাওয়া ক্ষতির পরিমাণও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানা যাবে।

 


আরো সংবাদ



premium cement