নাজিরপুরে মাছের ঘের দখলের অভিযোগ
- নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ০০:০০
পিরোজপুরের নাজিরপুরে মৃত জব্বার হোসেন খান নামে এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভোগদখলে থাকা মাছের ঘের জোর করে দখল করে নিয়েছে স্থানীয় আজাহার খান ও তার বাহিনী। ঘটনাটি ঘটে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
মুক্তিযোদ্ধার স্ত্রী মনোয়ারা বেগম এ বিষয়ে বাদি হয়ে গত মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আজাহার খান একই এলাকার মৃত আফসের আলী খানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত প্রায় আড়াই বছর আগে মুক্তিযোদ্ধা জব্বার হোসেনের মৃত্যুর পর তার বাড়িসংলগ্ন ১৪ কাঠা জমিতে থাকা একটি মাছের ঘের ওই মুক্তিযোদ্ধার স্ত্রীর মনোয়ারা বেগমের কাছ থেকে নগদবান্দা হিসাবে গ্রহণ করেন একই এলাকার আজাহার খান। চুক্তির মেয়াদ শেষ হলে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী তাকে জমি ছেড়ে দিতে বলেন। কিন্তু তিনি জমি ছেড়ে না দিয়ে তাকে হুমকিধমকি দিয়ে মেরে ফেলার ভয় দেখায়।
এ বিষয়ে আজাহার খান জানান, ওই জমি মুক্তিযোদ্ধা জব্বার খানের না। ওই জমি যাদের এখন তারাই দখল করে আছে। এ বিষয়ে নাজিরপুর থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা