কুষ্টিয়ায় জলবায়ু শীর্ষক আলোচনা সভা
- কুষ্টিয়া প্রতিনিধি
- ১৮ মে ২০২৪, ০০:০০
কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নবীন টাওয়ারে ‘জলবায়ু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা বশিরুল আলম চাঁদ, কুতুব উদ্দিন আহমেদ, এ্যাড. শামীম উল হাসান অপু, আব্দুর রাজ্জাক বাচ্ছু, মিরাজুল ইসলাম রিন্টু, আল আমীন কানাই, কামাল উদ্দিন, মেজবাউর রহমান পিন্টু প্রমুখ।