১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

ধামরাইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনের মাঠ

-

ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ধামরাইয়ে। প্রতীক পাওয়ার পর ধামরাই উপজেলা নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। স্বতন্ত্র ব্যানারে নির্বাচন হলেও মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। গত ২ মে ধামরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন (ঘোড়া প্রতীক), ঢাকা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা (দোয়াত কলম), সানোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু (মোটরসাইকেল মার্কা), বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আহাম্মদ হোসেন (কই মাছ), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুধীর চৌধুরী (হেলিকপ্টার) ও ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল লতিফ (আনারস)।
ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন (চশমা), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খান (বৈদ্যুতিক বাল্ব), ঢাকা জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান (টিউবওয়েল), গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জুয়েল রানা (বই) ও ইমরান খান (তালা চাবি)।
মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার (ফ্যান), জয়া হোসেন (ফুটবল), সুরাইয়া আক্তার (হাঁস), খোদেজা বেগম (কলস) ও আন্নিসা লাভলী (প্রজাপতি)।
এদিকে ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সবাই হেভিওয়েট ও একজন নারী প্রার্থী হওয়ায় বেশ উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।


আরো সংবাদ



premium cement