নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে ৩ জনের জরিমানা
- নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ০০:০৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্দুক দিয়ে অবাধে পাখি শিকারের দায়ে তিন ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন কার্যালয়ে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ। অভিযুক্তরা হলেন, উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে ফরিদ আহমেদ মিলন, তার ভাই আরিফ হোসেন এবং একই এলাকার আব্দুস ছালামের ছেলে আব্দুস সাফি।
গত মঙ্গলবার বিকেলে অভিযুক্তরা বন্দুক দিয়ে ১৭টি পাখি শিকার করলে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে ৩০ হাজার টাকা এ জরিমানা করা হয়। সেই সাথে পাখি শিকারে ব্যবহৃত বন্দুকটিও জব্দ করে কচাকাটা থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা