চান্দিনায় ১০০ মাকে সম্মাননা
- চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ০০:০৫
কুমিল্লার চান্দিনায় বিশ্ব মা দিবস উপলক্ষে ১০০ মাকে সম্মাননা পুরস্কার দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত। গতকাল মঙ্গলবার চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশে এই সম্মাননা দেন তিনি।
এ ছাড়া উপজেলার উন্নয়ন তহবিল থেকে ৪৫ জন অসহায় ও পঙ্গু নারীকে ৪৫টি সেলাই মেশিন, ৮৬ মেধাবী ছাত্রীর মধ্যে স্কুল ব্যাগ ও মহিলা বিষয়ক অধিদফতর থেকে চারজন উদ্যোগী নারীকে ৫০ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাবের মো: সোয়াইরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা