কলাপাড়ায় শিক্ষকের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
- কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ০০:০৫
পটুয়াখালীর কলাপাড়া মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনটি গতকাল বুধবার বেলা ১১টায় ওই বিদ্যালয় থেকে শুরু হয়ে মিশ্রীপাড়া বাজারে এসে এক সমাবেশ করে। এতে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে মিশ্রীপাড়া ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিশ্রীপাড়া মন্দির সংলগ্ন এলাকায় বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শাহ আলমের ওপর হামলা করে স্থানীয় কুদ্দুস সিকদার ও তার সন্ত্রাসী গ্রুপ। এ সময় শিক্ষক শাহআলমকে রক্ষা করতে এগিয়ে এলে সাবেক এক শিক্ষার্থীও হামলার শিকার হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা