১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে ঝুঁঁকিপূর্ণ সাঁকোই ভরসা

-

কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীসহ এলাকাবাসী। এ সাঁকোটিই তাদের একমাত্রই ভরসা। কোনো বিকল্প রাস্তা না থাকায় উপজেলার আমরাজুরী ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালের ওপর এ অর্ধভাঙ্গা সাঁকো দিয়েই বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীসহ এলাকাবাসী পারাপার হচ্ছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালের ওপরে নির্মিত এ সেতুগুলো সংস্কার না করায় দিন দিন তা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার বলেন, দীর্ঘদিন ধরে আমি এ বিদ্যালয় আছি। সেতু একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা নিতান্তই বাধ্য হয়ে ঝুঁঁকি নিয়ে সাঁকো পারাপার হচ্ছে।
গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গায়ত্রী মুখোপাধ্যায় বলেন, জোয়ারের সময় খালে পানি বেশি থাকে। তখন কিছুটা টেনশনের থাকতে হয়, না জানি কী দুর্ঘটনাই ঘটে!
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, বিদ্যালয়ের সামনের সাঁকোগুলো সংস্কার করা দরকার। অনেকেই তো সাঁতার জানে না। কখন কী দুর্ঘটনা ঘটে, বলা তো যায় না। আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়নের ঝুঁঁকিপূর্ণ সাঁকো ও ব্রিজগুলোর একটি তালিকা আগামী উপজেলা পরিষদের সমন্বয়ে মিটিংয়ে উপস্থাপন এবং সেতুগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব।

 


আরো সংবাদ



premium cement