কলাপাড়ায় পাউবোর জায়গা দখলের অভিযোগ
- কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৫ মে ২০২৪, ০১:৪১
পটুয়াখালীর কলাপাড়ায় পানি উন্নয়ন বোর্ড-পাউবোর জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে এ সব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এমনটি হচ্ছে বলে ধারণা করছেন অনেকে। তবে, জনবল সঙ্কটসহ বিভিন্ন জটিলতার কারণে এগুলো উচ্ছেদ ও উদ্ধার করতে সময় লাগছে বলে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৭ সালে পানি উন্নয়ন বোর্ডের নামে মহাসড়কের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের নামে বিএস খতিয়ানে রেকর্ডভুক্ত হয়। কিন্তু এখনও তা অবৈধ দখলেই রয়েছে।
স্থানীয় হোটেল ব্যবসায়ী কেরামত খান বলেন, ওই জমির এসএ রেকর্ড তাদের নামে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নামে বিএস রেকর্ড হওয়ায় আদালতে মামলা চলমান রয়েছে।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, আমাদের জনবল সঙ্কট রয়েছে। তদুপরি, এ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা