১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় যুব মহিলা লীগ সভাপতিকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

-

আওয়ামী যুব মহিলা লীগের বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি অ্য্যাডভোকেট আরাফাত জাহান যুথীকে দলের গঠনতন্ত্র লংঘন করে অব্যাহতি দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুব মহিলা লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট লাইজিন আরা লিনা ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমা সদর উপজেলা সভাপতি যুথীকে জেলা কমিটির প্যাডে গত ৯ মে অব্যাহতিপত্র প্রদান করেন। এর প্রতিবাদে যুথী সোমবার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর আমি সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হই। নির্বাচিত হবার পর উপজেলার ১১টি ইউনিয়নে নেতৃত্ব বাছাই এবং ইউনিট গোছানোর পদক্ষেপ গ্রহণ করি। সাংগঠনিক কাজে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানালে তারা বিভিন্ন অজুহাতে অনুপস্থিত থাকেন। যুব মহিলা লীগ জেলা কমিটির সদস্যগণ বেশির ভাগই একে অন্যের আত্মীয়। তাই আত্মীয়করণের কারণে অনেক ভালো নেতৃত্ব সংগঠন ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে যুব মহিলা লীগ বগুড়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট লাইজিন আরা লিনা বলেন, যুথীর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি মৌখিক ছিল। জেলা কমিটির সভায় গঠনতন্ত্র মোতাবেক যুথীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement