১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোয়ালন্দে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি হয়নি

-

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শিক্ষা সনদে ত্রুটি থাকায় দীর্ঘদিনেও পূর্র্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা সম্ভব হয়নি।
জানা যায়, উপজেলার চরবরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোরবান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে নানাবিধ দ্বন্দ্ব চলে আসছে। এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী স্নাতক পাস সনদপ্রাপ্ত সভাপতি না পাওয়ায় ওই বিদ্যালয় দু’টিতে প্রায় দুই বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না।
এ ছাড়া উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাত মাস আগে কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর রাশেদুল হক রায়হান নামে এক ব্যক্তিকে সভাপতি হিসেবে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমা দেন। কিন্তু রাশেদুল হকের স্নাতক পাস শিক্ষা সনদপত্র সঠিক না হওয়ায় উপজেলা শিক্ষা কমিটি তা অনুমোদন দেয়নি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন বলেন, তিনটির দু’টি বিদ্যালয়ে দ্বন্দ্বের কারণে অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে। শিগগিরই অন্য বিদ্যালয়েও অ্যাডহক কমিটি গঠন করা হবে।

 


আরো সংবাদ



premium cement