১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উপজেলা নির্বাচন বর্জনে জামালগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

-

উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত শনিবার ও রোববার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে ও উপজেলার বৃহত্তর ব্যবসায়িক কেন্দ্র সাচনা বাজারে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি রেজাউল হক ও সেলিম উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক, সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারাণ সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, জেলা যুবদলের সহ-সভাপতি ও আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীনুর রহমান শাহীন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো: শাহজাহান মিয়া।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জয়নাল আবেদীন, বিএনপি নেতা নাজিম উদ্দীন, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল কাদের চৌধুরী তৌফিক, জালাল ফারুখী, আহমেদ জাকি, তাহের আহম্মেদ, খোকন মিয়া, মেহেদী হাসান রোকন, রাব্বী তালুকদারসহ দলীয় নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement

সকল