১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নীলফামারীতে চালককে হত্যা করে অটো ছিনতাই

-

যাত্রী বেশে অটোতে চরে নির্জন স্থানে নিয়ে গিয়ে চালক ছাপিনুর রহমান (৫০) এর গলা কেটে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত ১২টার দিকে নীলফামারী পৌর এলাকার ধনীপাড়া সেচ ক্যানেল এলাকায়। নিহত ছাপিনুর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, যাত্রীবেশে অটোতে উঠে জনশূন্য সেচ ক্যানেলে নিয়ে গিয়ে অটোরিকশা ছিনতাইয়ের জন্য চেষ্টা করে দুর্বৃত্তরা। চালক তাদের বাধা দিলে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অটো চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুরে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement