১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধার জমি দখল ও মাছ লুট

-

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের এক বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের (৭৫) জমি দখল ও পুকুরের মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, মৃত হাজী মোসলেম উদ্দিন হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ হাওলাদারের কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। ২০২১ সালে তিনি তার বসতঘরের পিছনের ২০ শতাংশ জমি ছেলে মহসীনের নামে গৌরনদী সাব-রেজিস্টার অফিসের মাধ্যমে সাবকবলা দলিল করেন। গ্রামের বাসিন্দারা জানান, ২০২১ সালে জমিদাতা নুর মোহাম্মদ হাওলাদার গ্রহীতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে জমির দখল বুঝিয়ে দেন।
বর্তমানে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বার্ধ্যকজনিত কারণে খুবই অসুস্থ। এ অবস্থায় প্রতিবেশী আওয়ামী লীগ নেতা আমির সরদারের ছেলে রাসেল সরদার ও তার সহোদর জাহিদ সরদার জোরপূর্বক ওই মুক্তিযোদ্ধার জমি দখল করে নেন।
মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পুত্রবধূ সিমু আক্তার অভিযোগ করে বলেন, প্রভাবশালী রাসেল সরদার ও তার ভাই জাহিদ সরদার সন্ত্রাসীদের নিয়ে আমাদের জমি দখল এবং পুকুরের মাছ লুট করে নিয়ে যায়।
অভিযোগের ব্যাপারে রাসেল সরদার ও জাহিদ সরদার বলেন, আমরা দুই মাস আগে চার শতাংশ জমি ক্রয় করেছি। নুরুল ইসলাম জমি মেপে দেয়ার কথা বললেও না দেয়ায় আমরা ক্রয়কৃত জমি নিজেরাই বুঝে নিই। মাছ লুটের অভিযোগটি সঠিক নয়।
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের জন্য একজন এসআইকে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সিরাতুন্নবী সা: মানবজাতির জন্য একটি বিশ্বজনীন বার্তা : ধর্ম উপদেষ্টা এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

সকল