১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সেই ৩ নারী ইউপি সদস্যের ২ জন এসএসসিতে উত্তীর্ণ

-

নাটোরের বাগাতিপাড়ায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সাবেক-বর্তমান তিন নারী ইউপি সদস্যের মধ্যে দুইজন উত্তীর্ণ হয়েছেন। তারা বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কারিগরি শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাসের খবরে উচ্ছ্বসিত তারা।
উত্তীর্ণ হওয়া দুইজন হলেন- পাকা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিলা খাতুন এবং একই ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ পারভীন। তবে পরীক্ষার এ লড়াইয়ে উত্তীর্ণ হতে পারেননি বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিলা খাতুন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেড থেকে জিপিএ ৪ দশমিক ২৯ এবং শাহানাজ পারভীন একই ট্রেড থেকে জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে এবারে এসএসসি পাস করেছেন। তারা সবাই বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।
ইউপি সদস্য শিলা খাতুন জানান, অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় পরিবার থেকে তাকে বিয়ে দেয়ায় লেখাপড়া করার আক্ষেপটা রয়ে যায়। ভোটে বিজয়ের পর স্বামীর অনুপ্রেরণায় তিনি আবার লেখাপড়া শুরু করেন। অবশেষে এবার এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় তিনি আনন্দিত। তিনি আরো লেখাপড়া চালিয়ে যেতে চান।
অপর সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন বলেন, অল্প বয়সে বিয়ে দেয় তার পরিবার। পড়াশোনা চালিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা থেকেই দীর্ঘসময় পর কারিগরি শাখায় ভর্তি হয়েছিলেন। এসএসসি পাস করায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া চান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার বলেন, বয়সের বাধাকে উপেক্ষা করে পরীক্ষায় অংশ নিয়ে দুই নারী জনপ্রতিনিধি উত্তীর্ণ হওয়ায় তাদের অভিনন্দন। তা ছাড়া যিনি উত্তীর্ণ হতে পারেননি, তিনিও যাতে আগামী বছর উত্তীর্ণ হতে পারেন তার জন্য শুভ কামনা জানান তিনি।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন

সকল