০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মুলাদীতে প্রথম ব্রি ধান-৭৪ আবাদে সাফল্য

-

বরিশালের মুলাদী উপজেলায় চলমান বোরো মৌসুমের সফিপুর ইউনিয়নে ব্রি ধান-৭৪এর কর্তন শুরু হয়েছে। নমুনা শস্য কর্তনের দেখা যায় ব্রি ধান-৭৪ এর ফলন হেক্টর প্রতি ৬.৮ টন হওয়ায় কৃষকের মুখে হাসির জোয়ার।
উপজেলায় এ বছর বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল তিনহাজার ৫৪০ হেক্টর। আবাদ হয়েছে দুই হাজার ৭৬৯ হেক্টর। ব্রি ধান-৭৪ আবাদ হয়েছে ২১৫ হেক্টরে। ব্রি ধান-৭৪ ফলন বেশি হওয়ার কারণে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। চলতি বোরো মৌসুমে এ জাতের ধান আবাদ করে উপজেলার আট ইউনিয়নে কৃষি ব্লকের ৩৫৭ জন কৃষক বাম্পার ফলন পেয়েছেন। উপজেলা কৃষি দফতর সূত্রে জানা যায়, এবার উচ্চফলনশীল বিনা-১০, ব্রি-২৮, ব্রি-২৬ ও ব্রি-৪৭ জাতের ধান আবাদের পাশাপাশি উপজেলার ব্রি-৭৪ ধান আবাদ করা হয়েছে। ওই ইউনিয়নের ৩০০ জন কৃষকের মধ্যে এবার মৌসুমে শুরুতে তিন কেজি করে ব্রি-৭৪ বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। ১৫৫ হেক্টর জমিতে তারা এ বীজ আবাদ করে। সঠিক পরিচর্যা ও আবহাওয়ায় অনুকূলে থাকায় হেক্টরপ্রতি গড়ে ৫.১৫ থেকে ৫.৩০ টন ধান পেয়েছে তারা। ফলে এ ধান আবাদে কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
এ ব্যাপারে আট ইউনিয়নের কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: কবির উদ্দিন বলেন, কৃষকরা নতুন জাতের ধান আশানুরূপ ফলন পেয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ব্রি ধান-৭৪ এলাকায় একেবারেই নতুন জাতের ধান। ভিটামিন ও জিংক সমৃদ্ধ অধিক ফলনশীল এ ধান আবাদে ১৪০ থেকে ১৪৫ দিন মধ্যে ফলন আসে। এ ধান আকারে লম্বাটে ও মোটা। প্রতিটা ধানের ছড়ায় ১৪০ থেকে ১৫০টি ধান ফলে।

 


আরো সংবাদ



premium cement
চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু আসামে খনিতে আটকা পড়ল ৯ শ্রমিক, ৩ জনের লাশের সন্ধান আবাহনীর কাছে হারল মোহামেডান অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ

সকল