০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নরসিংদীতে দারুল কুরআন মাদরাসাছাত্র হাফেজ রিয়াদুলকে সংবর্ধনা

-

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হিফজুল কুরআন বিভাগে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে হাফেজ রিয়াদুল ইসলাম। সে নরসিংদী শহরের ঘোড়াদিয়ায় প্রতিষ্ঠিত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল কুরআন রাহমানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র। গত রমজানের পূর্বে ৯ মাসে সে কুরআন হিফজ সম্পন্ন করে। মেধাবী ছাত্র হাফেজ রিয়াদুল ইসলামকে গত শুক্রবার বাদ মাগরিব এ দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল মাদারিসিল কওমীয়া নরসিংদীর সাধারণ সম্পাদক ইসমাইল নুরপুরী। প্রধান আলোচক ছিলেন নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আলী আহমদ হোসাইনী। প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মন্জুর এলাহী। স্বাগত বক্তব্য রাখেন দারুল কুরআন রাহমানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান। আলোচনা ও দোয়া শেষে রিয়াদুলকে পাগড়ি পরান ও তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।


আরো সংবাদ



premium cement