সাভার ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- ১৩ মে ২০২৪, ০০:০০
ঐতিহ্যবাহী সাভার ক্লাবের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা গত শনিবার রাতে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সাভার ক্লাব প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে এই দিন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে। অনুষ্ঠানে ক্লাবের চেয়ারম্যান কাদের তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র হাজী মো: আব্দুল গণি। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. নুরুউদ্দিন জাহাঙ্গীর, থ্রি এংগেল মেরিন লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও সাভার ক্লাবের মহাসচিব আব্দুল বাকী। অনুষ্ঠান শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভার (ঢাকা) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা