১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বানিয়াচংয়ে ট্রিপল মার্ডারের হোতা বদি গ্রেফতার

-

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশাস্ট্যান্ড নিয়ে ভয়াবহ সংঘর্ষে তিনজন খুনের ঘটনার প্রধান হোতা বদরুল আলম ওরফে বদিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর থানার নুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসাইনের নেতৃত্বাধীন একদল পুলিশ। একই দিন বিকেলে বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে। গ্রেফতারকৃত বদি ওই গ্রামের হাজী হিরা মিয়ার পুত্র।
গত বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামের সিএনজিস্ট্যান্ড ম্যানেজার বদরুল আলম বদি ও সিএনজি চালক আব্দুল কাদিরের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এ সময় গ্রামের শুক্কুর মিয়ার পুত্র আবদুল কাদির, বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া ও আলী রেজার পুত্র লিলু মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনার সংবাদে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে।


আরো সংবাদ



premium cement