১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনারগাঁওয়ে প্রাইমারি স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙতে বাধা

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি স্কুলভবন ভাঙতে এক শিক্ষাকর্মকর্তা বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্কুলের সভাপতিসহ পরিচালনা পর্ষদ উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ভেঙে স্কুলের নিজস্ব জমিতে শিক্ষার্থীদের জন্য একটি খেলার মাঠ করতে চাইলে বাধা হয়ে দাঁড়ান উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা দৌলতর রহমান।
জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের ১১১নং চেঙ্গাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চার কক্ষবিশিষ্ট। প্রাথমিক শিক্ষা অধিদফতর ১৯৯৬ সালে কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে এ ভবনে পাঠদানের অনুমতি দেয়। পরে বিদ্যালয়টি জাতীয়করণ করে সরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ২০১৯ সালে ওই স্কুলের জমিতে তিন তলা ফাউন্ডেশন ভিত্তিমূলে একটি দোতলা ভবন নির্মাণ করে। ওই ভবন নির্মাণের পর থেকে স্কুলের সার্বিক কার্যক্রম পরিচালিত হয় ওই নতুন ভবনে। এর পর থেকে পুরনো কমিউনিটি স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভবনটি ভেঙে শিক্ষার্থীদের খেলার মাঠ করার জন্য দীর্ঘদিন ধরে স্কুলের সভাপতি কামাল হোসেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একাধিকবার আবেদন করার পরও ওই শিক্ষাকর্মকর্তা ভবনটি ভাঙতে বাধা দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, ঘুষ গ্রহণসহ শিক্ষাকর্মকর্তার নামে অনেক অভিযোগ আছে। তার বিরুদ্ধে কয়েকজন শিক্ষক গত ২২ এপ্রিল শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর অভিযোগও দায়ের করেছেন।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল জানান, শিক্ষাকর্মকর্তার আপত্তিতে ভবনটি সরানো যাচ্ছে না।
সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা দৌলতর রহমান জানান, শিক্ষকদের অভিযোগের কোনো সত্যতা নেই। কারো কাছে কোনো টাকা-পয়সা নেইনি। স্কুলভবন ভেঙে খেলার মাঠ করার বিষয়ে আমার কোনো আপত্তিও নেই। তবে সরকারি স্কুলের জমির ওপর দিয়ে স্থানীয়রা রাস্তা নির্মাণ করতে চাওয়ায় আমি আপত্তি জানিয়েছি।


আরো সংবাদ



premium cement