০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ফরিদপুর সদরে সামচুল, মধুখালীতে মুরাদ ও চরভদ্রাসনে আনোয়ার বিজয়ী

-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর সদরে সামচুল আলম চৌধুরী, মধুখালীতে মোহাম্মদ মুরাদুজ্জামান ও চরভদ্রাসনে আনোয়ার আলী মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের ১৫৪টি কেন্দ্রে আনারস প্রতীকে সামচুল আলম চৌধুরী ৩২,৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে মনিরুল হাসান মিঠু পেয়েছেন ২৯,০৩৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ইমান আলী মোল্লা ৪০,২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুদা বেগম বুলু ফুটবল প্রতীকে ৫৩,১৪০ পেয়ে বিজয়ী হয়েছেন।
মধুখালী উপজেলায় দোয়াতকলম প্রতীকে মোহাম্মদ মুরাদুজ্জামান ২৯,৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে আহসানুজ্জামান পেয়েছেন ১৮,৪৮৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মুহাম্মাদ মোহশিন বিশ্বাস চশমা প্রতীকে ৪৫,১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা আক্তার কলস প্রতীকে ৫১,৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
চরভদ্রাসনে আনারস প্রতীকে আনোয়ার আলী মোল্লা ১৬,০১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজামুদ্দিন পেয়েছেন ১০,৪৫৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে কাওছার হোসেন ৯,৭৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানজিনা আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১০,৯৭৬ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোট গণনা শেষে রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

 

 


আরো সংবাদ



premium cement