সভাপতি বাবু সম্পাদক নাজমুল
- দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা
- ১১ মে ২০২৪, ০০:০০
দেবীদ্বারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সংগঠন ‘দেবীদ্বার উপজেলা মডেল ফারিয়া’র কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের মনিরুল ইসলাম বাবুকে সভাপতি, গুডম্যান ফার্মাসিউটিক্যালের নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক ও নাভানা ফার্মাসিউটিক্যালের কাউছার আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইউরোর আবুল বাশার, সহ-সভাপতি ইনসেপ্টার মনোয়ারুল ইসলাম, এসিআই’র রাকিবুল ইসলাম, রেডিয়েন্ট’র আশিষ কুমার রায়, রেনাটা’র আমিনুল ইসলাম, যুগ্ম সা. সম্পাদক ড্রাগ ইন্টারন্যাশনালের আবু বকর ছিদ্দিক, হেলথ্ কেয়ার’র মাহবুবুর রহমান, স্কয়ার’র হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রেনাটা’র মাহফুজুল হাসান, একম্’ির শরিফুল ইসলাম, বেক্সিমকো’র আবদুছ সামাদ, দফতর সম্পাদক নোভেস্তা’র কাজী শফিকুল ইসলাম, সহ-দফতর সম্পাদক অপসোনিন’র শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ও অর্থ সম্পাদক ড্রাগ ইন্টারন্যাশনালের সানি হোসাইন, প্রচার সম্পাদক ইউনিমেড ইউনিহেলথ’র নয়ন মিয়া, আপ্যায়ন সম্পাদক ইবনে সিনা’র ফরিদ মাতাব্বর, ক্রিড়া সম্পাদক এরিস্টোফার্মার আকাশ আহম্মেদ, আইন সম্পাদক-রেনাটা’র মাহমুদুল হাসান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা