কাঁঠালিয়া যুবদলের আহ্বায়ক রাসেল সিকদারকে অব্যাহতি
- কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
- ১১ মে ২০২৪, ০০:০০
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে রাসেল সিকদারকে অব্যাহতি দিয়েছে যুবদলের জেলা কমিটি। গত বুধবার ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার এবং সদস্যসচিব আনিসুর রহমান খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ অব্যাহতি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁঠালিয়া উপজেলা যুবদলের আহবায়ক রাসেল দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সিদ্ধান্ত অমান্য করে কাঁঠালিয়া উপজেলা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে নির্বাচনীয় কাজে অংশ নেয়ায় জেলা যুবদল এক নোটিশ প্রদান করে এবং সাত দিনের মধ্যে জবাব চায়। কিন্তু রাসেল সিকদার যুক্তিসঙ্ঘত এবং সন্তোষজনক জবাব প্রদান করতে পারে নাই। তাই তাকে উপজেলা যুবদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা