১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাঠাননগর ইউনিয়ন পরিষদ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার

-

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানননগর ইউনিয়ন পরিষদে চুরি হওয়া মালামাল গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। এতে কম্পিউটারসহ মূল্যবান যন্ত্রপাতি উদ্ধার হওয়ার খবরে সপ্তাহব্যাপী সেবা বঞ্চিত এলাকাবাসীর মধ্যে স্বস্তি প্রকাশ করেছেন।
জানা গেছে, পাঠাননগর ইউনিয়ন পরিষদে গত ৫ মে রাতে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে সচিবের কার্যালয় ভাঙচুর ও দু’টি কম্পিউটার, প্রিন্টার, সিসিটিভির ডিভিআর, চার্জার ফ্যান, মনিটর, নগর ৫০ হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার মালপত্র চুরি হয়।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব মনোয়ারুল আজিম বাদি হয়ে ছাগলনাইয়া থানায় অজ্ঞাত আসামি দিয়ে মামলা দায়ের করেন। গতকাল দুপুরে ছাগলনাইয়া থানার এসআই মুহিবের নেতৃত্বে পুলিশ সদস্যরা ইউনিয়ন পরিষদের পাশে বন থেকে মালপত্রগুলো উদ্ধার করে। তবে সিসিটিভির ডিভিআর, নগদ টাকা ও চার্জার ফ্যান উদ্ধার হয়নি বলে মামলার বাদি মনোয়ারুল আজিম জানান। এ ব্যাপারে পাঠাননগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আসামিদের গ্রেফতারের দাবি জানান।

 


আরো সংবাদ



premium cement