তেঁতুলিয়ায় নিরুত্তাপ ভোট গ্রহণ, সামান্য উপস্থিতি
- তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
- ০৯ মে ২০২৪, ০০:০৫
তেঁতুলিয়াসহ পঞ্চগগেড়র তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে নিরুত্তাপভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়ায় দুপুর পর্যন্ত বেশিভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না। অধিকাংশ কেন্দ্রের সামনে বুথগুলোর লাইন ছিল ভোটার শূণ্য।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান, বেলা ২টার আগে আটোয়ারীর মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছিল ২০%, পঞ্চগড় সদর শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫% ও তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৪৫% ভোট পড়েছে। তবে দুপুরের পর কোনো কোনো কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিছুটা বেড়ে যায়।
এছাড়া র্যাব, বিজিবি, স্টাইকিং রিজার্ভ ফোর্স সদস্যদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা