০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কুড়িগ্রামে সরকারিভাবে ধান চাল গম ক্রয় উদ্বোধন

-

কুড়িগ্রামে সরকারিভাবে রংপুর বিভাগের ২০২৪ মৌসুমের ধান, চাল ও গম ক্রয় উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্তের পর কুড়িগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন সদর খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহ উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা খাদ্যনিয়ন্ত্রক সাইফুল কাবির খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলওয়ার হোসেন, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা মিল মালিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল হাই রন্জু।
এ বছর কুড়িগ্রাম জেলায় ২২ হাজার ৭২৯ মেট্রিক টন সিদ্ধ চাল, ১১ হাজার ৮৮১ মেট্রিক টন ধান এবং এক হাজার ১৪ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা ও আতপ চাল প্রতি কেজি ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement