শার্শায় ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তদন্ত শুরু
- শার্শা (যশোর) সংবাদদাতা
- ০৭ মে ২০২৪, ০০:০৫
শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ের সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় তাহেরা খাতুন নামে একজন ব্রেস্ট ক্যান্সার রোগীর মৃত্যুর অভিযোগের তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মনজুরুল মুরশিদ সাত দিনের মধ্যে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলমকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কলোনী পাড়ার রেজাউল ইসলামের স্ত্রী গত ১৮ এপ্রিল বুকের ব্যথার চিকিৎসা নিতে নাভারন সাতক্ষীরা মোড়ের সিটি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ডাক্তাররা অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে বলে জানান। রাত ১০টায় তাকে অপারেশন কক্ষে নেয়া হয়। অপারেশন শেষে রোগী জ্ঞান না ফেরায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা