০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নাগরপুরে রাজিব হত্যার প্রতিবাদে মানববন্ধন

-

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে বাড়ির সীমানা ও গাছ থেকে বেলপাড়া নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের সংঘর্ষে রাজিব হোসেন নিহত হয়েছে। তার প্রতিবাদে গতকাল রোববার সকালে ভাদ্রা বাজার আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করে ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। নিহত রাজিব একই উপজেলার ভাদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে ও ভাদ্রা ইউনিয়ন স্বেছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। মানববন্ধনে নিহত রাজিবের পিতা বীর মুক্তিযোদ্ধা আলম মিয়া, রাজিবের স্ত্রী, দুই ছেলে, বোন উপস্থিত ছিলেন। এ ছাড়া ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন মিয়া, যুবলীগ নেতা আরিফুল হক আরিফ, নাসির হোসেন, নিতুজ্জামান তুনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন খান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement