১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাতলপাড় মাদরাসার সুপার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

-

সিলেটের ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ও প্রতিষ্ঠান প্রধান (সুপার) মাওলানা আব্দুল হাই আল হাদী উপজেলা পর্যায়ে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ মাদরাসা পর্যায়ে চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং মাদরাসা সুপারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঘোষণা করা হয়।
২০০০ সালে মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে মাওলানা আব্দুল হাই আল হাদী সুপারের দায়িত্বে রয়েছেন। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা মাওলানা আল হাদী শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল, জগন্নাথপুর হবিবপুর খেসবপুর সুন্নিয়া ফাজিল মাদরাসা থেকে আলীম ও ফাজিল এবং বুরাইঢা কামিল মাদরাসা চাতক থেকে কামিল পাস করেন। এ ছাড়াও তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা এবং হোমিও চিকিৎসক।


আরো সংবাদ



premium cement