পাথরঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার মামলার প্রতিবাদে মানববন্ধন
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ০৫ মে ২০২৪, ০০:০৫
বরগুনার পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভসহ পৃথক মামলায় পাথরঘাটার সাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদ এবং বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে গতকাল সকাল ১০টায় শেখ রাসেল স্কয়ারে প্রেস ক্লাবের সভাপতি জয় বিশ^াসের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম কাকন, সাধারণ সম্পাদক আরিফ তৌহিদ, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমল তালুকদার প্রমুখ।
মামলার আসামিরা হলেন, পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তাওহীদুল ইসলাম শুভ, আলোকিত প্রতিদিনের জিয়াউল ইসলাম, সংবাদের জাফর ইকবাল, মানবজমিনের জাকির হোসেন খান, আজকের পত্রিকার তারিকুল ইসলাম রাকিব, মোহনা টিভির সুমন মোল্লা ও কালবেলা প্রতিনিধি আল আমিন ফোরকান।